সেপ্টেম্বর ২, ২০২১
কালিগঞ্জে পুকুরে মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরসহ ১৮ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় মোট ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করার লক্ষে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদি। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,455,284 total views, 2,880 views today |
|
|
|