Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে নগত টাকাসহ স্বর্ণালংকার চুরি

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে চেতনানাশক স্প্রে করে তাপস মন্ডল (৩৮) নামে এক ব্যক্তির বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগত টাকা চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় ভুক্তভোগী তাপস মন্ডলের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর চোরচক্র চেতনানাশক স্প্রে করে জানালার গ্রিল কেটে বসতঘরের ভেতরে প্রবেশ করে।

পরবর্তীতে চোরচক্র ঘরের মধ্যে থাকা নগত ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড় চোপড়, ৩ টি মোবাইলসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ভুক্তভোগী তাপস মন্ডল, স্ত্রী পার্বতী মন্ডল (৩৮) ছেলে দিপ মন্ডল (১১) ও শ্যালিকা বাসন্তী মন্ডলকে (৩৩) উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী তাপস মন্ডলের স্ত্রী পার্বতী মন্ডল (৩৮) ও শ্যালিকা বাসন্তী মন্ডল (৩৩) অচেতন অবস্থায় ছিলেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিকে গত কয়েকদিন আগে বিষ্ণুপুর বাবুর বাড়ি এলাকার লোচন মাস্টারের বাড়িতে চোরচক্র প্রবেশ করে। ওই সময় লোচন মাষ্টারের পরিবারের সদস্যরা বুঝতে পেরে চিৎকার করলে চোরচক্র পালিয়ে যায়। বর্তমানে বিষ্ণুপুর এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version