আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির কুল্যা ইউনিয়নে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় ইউনিয়নের ৩৩নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ক্লাস্টার অফিসার। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম স্কুলটি পরিদর্শন করেন। এসময় হাজিরা খাতায় স্বাক্ষর, হোম ভিজিট, ওয়ার্কশিট বিতরণ, মূল্যায়ন, স্টুডেন্ট প্রোফাইল তৈরি ও রি ওপেনিং প্রসঙ্গে আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ম্যানেজিং কমিটির মিটিং চলমান থাকায় তিনি এসএমসির সদস্যবৃন্দের সাথে বিভিন্ন মতামত প্রদান করা হয়।