দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন ম্যানেজিং কমিটি ও শিক্ষক বৃন্দ। করোনায় প্রায় দেড় বছর বন্ধ ছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে খুলে দেওয়া হয় দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সকাল ৯ টায় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়।
পরে স্বাস্থ্য বিধি মেনে তাদেরকে মাস্ক পরিধান করিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কে.এম তারিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মহিলা ইউপি সদস্য আলফাতুন্নেছা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত মন্ডল, সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রী উপস্থিত ছিলেন।