আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষনা করা হয়। সোমবার বিকালে রিটর্ানিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক স্বাক্ষরিত এক পত্রে তিনটি পদে ৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। এছাড়াও অপর তিন পদের জন্য চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
তালিকা অনুযায়ী সভাপতি পদে জিএম আল ফারুক (দৃষ্টিপাত) ও এসএম আহসান হাবিব (পত্রদূত), সহ-সভাপতি পদে আব্দুল আলীম (দেশ সংযোগ) ও বোরহান উদ্দিন বুলু (কালান্তর), সাধারণ সম্পাদক পদে সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) ও এসকে হাসান (ভোরের কাগজ) কে চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। অপরদিকে, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগের বার্তা) ও কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে এম এম নুর আলম ( দৃষ্টিপাত ও সত্যপাঠ) এর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়। উল্লেখ্য, প্রেসক্লাব কার্যালয়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেতে দুপুর ২টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।