Site icon suprovatsatkhira.com

আশাশুনি পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে আশাশুনি সেবা শ্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সাবেক প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, আশাশুনি সেবা শ্রমের অধ্যক্ষ সুমন মহারাজ ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন কমিটির সভাপতি/সেক্রেটারি ও ১০৫টি মন্দিরের সভাপতি/সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version