শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়ায় একটি ধানক্ষেতের ড্রেন থেকে দু’যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, শোভনালীর গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রসিদ মোল্লা (২৩) ও রসূল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)। স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে কয়েকজন কৃষক মাঠে গিয়ে হঠাৎ একটি ধানক্ষেতের ড্রেনে দুজনের মরদেহ দেখেত পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতালে নেয়া হচ্ছে।