আগস্ট ১১, ২০২১
শ্যামনগরে অবৈধ দখল দারের হাতে আহত ১
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বীজতলা,সবজি খেত, গাছপালা,মৎস্য, প্রাণী সম্পদ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকা বাসীর আবেদনের প্রেক্ষিতে এলাকা বাসীকে সাথে নিয়ে বুধবার (১১ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার কাশিমাড়ী গাজীর বাজারের উত্তর পাশের সরকারি খাস খালটি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করতে যান কাশিমাড়ী ইউনিয়ন সহকারী ভূমি অফিসার আবু সুফিয়ান। এসময় সরকারি এই খাস খালের অবৈধ নেট পাটা ও বাধ অপসারণ করতে গেলে অবৈধ দখলদার ও ভূমি দস্যুখ্যাত রফিকুল ও সিরাজুলের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন কাশিমাড়ীর ঝাপালী গ্রামের আব্দুল মাজেদ সানা। ধারালো দায়ের কোপে আব্দুল মাজেদ সানার হাতের কবজির উপরের অংশ কেটে যায়।মাজেদ সানা গুরুতর জখম হয়ে পড়লে এলাকা বাসীর সহায়তায় প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলকারী ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান। 8,634,774 total views, 14,324 views today |
|
|
|