আগস্ট ২০, ২০২১
লায়ন্স ক্লাবের উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ-১ এর উদ্যোগে সাতক্ষীরায় ৫২৫টি পরিবারের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে তুফান চক্ষু হাসপাতালের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচি শেষে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপকারভোগীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ছিল ১২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, কেজি লবণ ও ১ কেজি চিড়া। সাতক্ষীরা লায়ন্স কর্মসূচিতে অংশ নেন লায়ন্স জেলা ১১৫ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর নায়ন নজরুল ইসলাম সিকদার, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটারী ড. জাফর বাদসা, ত্রাণ কমিটির উপদেষ্টা মো. শরীফুজ্জামান, ত্রাণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, ডিএলটি জেলা কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, জিএসটি জেলা কো- অর্ডিনেটর লায়ন্স ফরিরদুল হক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র সাতক্ষীরা জেলা গভর্নর এড. এসএম হায়দার, জেলা সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আবু আহমেদ, সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ এড. মুনির হোসেন, সদস্য ডা. জাকির হোসেন, এড. আবুল কালাম আজাদ, লায়লা পারভীন সেঁজুতি, কাজী সাইফুল হক লিটন, আফজালুল করিম বিপু, মশিউর রহমান, বিশ্বনাথ ঘোষ, শাহিনুর রহমান, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। 8,879,338 total views, 7,286 views today |
|
|
|