আগস্ট ৬, ২০২১
ঝগড়া বিবাদ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে ব্রহ্মরাজপুর দূর্গা মন্দিরে মতবিনিময় সভায় এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা মন্দিরের পাল্টা পাল্টি কমিটি নিয়ে এলাকাবাসীর বিবাদ ও দ্বন্দ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটের সময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে জোতিষবিদ এস.কে বোস’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,ঝগড়া বিবাদ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে। সকল সমস্যা আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নিরসন করা সম্ভব।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সোমনাথ ব্যানার্জী, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সদস্য এ্যাড. তারক মিত্র, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, ইউপি সদস্য এম.আর মিঠু, মৃত্যুঞ্জয় আঢ্য প্রমুখ। ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা মন্দিরের পাল্টা পাল্টি কমিটি নিয়ে এলাকাবাসীর বিবাদ ও দ্বন্দ নিরসনে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভায় দৃষ্ট্রান্ত স্থাপন করেছেন জননেতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। তিনি দুই পক্ষকে সনাতন ধর্মালম্বী নেতাদের মাধ্যমে সমন্বয় করে একটি কমিটি করার সিদ্ধান্ত দেন। এসময় দলীয় ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন। 8,879,592 total views, 7,540 views today |
|
|
|