আগস্ট ৫, ২০২১
খাজরায় সড়কে নিভল নারীর প্রাণ
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে রেবা খাতুন (২০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। অকালে ঝরে গেল গৃহ বধুর প্রান। বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ১১.৩০টায় গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কের গদাইপুর হাইস্কুল সংলগ্ন এনামূল হাজীর বাড়ির পাশের সড়কে প্রতাপনগরগামী বালু বোঝাই ট্রাক ও প্রতাপনগর থেকে আশাশুনিগামী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটল সাইকেল থেকে ছিটকে পড়ে রেবা নামের গৃহবধুর করুন মৃত্যু হয়। ঘটনা স্থান পরিদর্শন শেষে জানা যায়,নিহত গৃহবধু আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী ও বালি বোঝাই ট্রাক ঢাকার চালক সাতক্ষীরা সদরের বাকাল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বাবু সরদার(৩২)। আশাশুনি থানা পুলিশ ঘটনা স্থান থেকে ঘাতক ট্রাক ও ট্রাক ড্রাইভার বাবু সরদার কে আটক করে থানা হেফাজতে আছেন বলে জানা যায়। স্থানীয় জনসাধারণ জানান,নিহত গৃহবধূ সুজন ইসলামের স্ত্রী। তারা স্বামী স্ত্রী মোটর সাইকেলে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গদাইপুর হাইস্কুল সংলগ্ন এনামুল হাজীর বাড়ির সামনের সড়কে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে নিহত গৃহবধূ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার তলে চলে যায়। বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ মৃত্যু কোলে ঢোলে পড়েন। নিহত গৃহবধূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 8,879,420 total views, 7,368 views today |
|
|
|