আগস্ট ২৫, ২০২১
কৈখালীতে নদীর চর দখল করে পাঁকা স্থাপনা তৈরি করার অভিযোগ
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর – কৈখালী ব্রিজ সংলগ্ন কৈখালী ইউনিয়নের পরানপুর নদীর চর ও সরকারী জায়গা দখল করে পাঁকা স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। সরজমিনে জানা যায় , পরানপুর গ্রামের জিরালী মহাজনের পুত্র কাদের মহাজন ও মৃত মোবারক মহাজনের পুত্র শামসুর মহাজন কাউকে তোয়াক্কা না করে নদীর চর ও সরকারী জায়গা দখল করে পাঁকা স্থাপনা তৈরি করছে। তাছাড়া অবৈধ ভাবে বালি উত্তোলন করে স্থাপনা ভরাট করেছে। স্থানীয়রা জানান , নায়েব সাহেব পাঁকা স্থাপনা তৈরী বন্দ করে দিয়ে ছিলেন । কিন্তু কোন ক্ষমতা বলে তারা আবারও কার্যক্রম করছে এটা আমাদের জানা নেই। কাদের মহাজনের পুত্র বলেন , উক্ত জায়গা ডিসিআরের মাধ্যমে আমরা ভোগ দখল করে আসছি এবং সেই অনুযায়ী পাকা করছি। এ বিষয়ে কৈখালী ভূমি কর্মকর্তা সুধীন কুমার সরকার বলেন, আমরা পাঁকা স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছিলাম। যদি পুনরায় করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শ্যামনগরের সহাকারী কমিশার (ভূমি ) , মোঃ শহীদুল্লাহ বলেন , বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,632,086 total views, 11,636 views today |
|
|
|