আগস্ট ২১, ২০২১
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবেদার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবেদার রহমান (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মৃত তাছের আলী সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবেদার রহমান গত দশদিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার আসরের নামাজের ভদ্রখালি ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের উপস্থিতিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হাসানুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবেদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন কমান্ডার আব্দুল আলিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 8,641,054 total views, 6,053 views today |
|
|
|