আগস্ট ২৯, ২০২১
কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারে যানজট নিয়ে ভোগান্তি
জামাল উদ্দিন, কৃষ্ণ নগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারে যানজ নিয়ে প্রতিনিয়ত মানুষ ভুগান্তীর শিকার। ২৯ আগস্ট রবিবার সকাল ১০ টার সময় কৃষ্ণনগর বাজারে দেখা যায় দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। যাহা প্রতিদিন মানুষের ভুগান্তীতে পরিনত হয়েছে। কৃষ্ণরগর বাজার সাতক্ষীরা জেলার প্রতিদিনের দ্বিতীয় বৃহত্তম বাজার যার ছোট ও বড় দোকান প্রায় এক হাজার। কিন্তু রাস্তার পাশে যে দোকান গুলো আছে তাদের মালিকগন তাদের সামনে রাস্তার উপরে লক্ষ লক্ষ টাকা অগ্রিম নিয়ে ভাড়া দেয় দোকান মালিকগণ। রাস্তার উপরে দোকান দেওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান কে যানতে চাইলে তিনি বলেন আমার গ্রাম পুলিশ সহ আমি রাস্তার উপরে নিষেধ করেছি কিন্তু নিষেধ উপেক্ষা করে রাস্তার উপরে দোকান পেতে বসে। যেহেতু এই বাজার থেকে রাজস্ব আয় আসে প্রতি বছরে কয়েক লক্ষ টাকা তার পরেও প্রশাসনে কোন তদরকি নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিফ করেননি। এলাকার মানুষ এই যানজট নিরোশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। 8,640,440 total views, 5,439 views today |
|
|
|