আগস্ট ৯, ২০২১
কাকডাঙ্গা সিমান্তে বিজিবির ৫১ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিমান্তে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতারণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার সময় কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ির সম্মুখ সড়কে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, করোনাকালীন মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে। সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এসব মানুষদের সহায়তার অংশ হিসেবে আজ ৫১টি নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, তলুইগাছা বিওপি কমান্ডার হারুনর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা আজ যে খাদ্য সামগ্রীর পেলাম তাতে আমাদের বেশ কিছু দিন খুব ভালো ভাবে দিন চলে যাবে। তাই এই খাদ্য সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি। 8,607,184 total views, 15,063 views today |
|
|
|