আগস্ট ৪, ২০২১
কলারোয়ায় করোনার টিকা প্রদান সফল করতে সভা অনুষ্ঠিত
রাজু রায়হান, লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ তথা করোনার টিকা প্রদান কার্যক্রম উপলক্ষ্যে কলারোয়ায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে ওয়ার্ড পর্যায়ে ১৮ বছর উর্দ্ধো বয়সী ব্যক্তিদের করোনার টিকা প্রদান করা হবে। অনলাইন নিবন্ধন ছাড়াও এনআইডি নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করা যাবে বলে সভায় জানানো হয়। ওই কার্যক্রম সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় অ্যাডভোকেসি সভায়। বুধবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুর”ল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মনির”ল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনির”ল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীবৃন্দ। 8,606,954 total views, 14,833 views today |
|
|
|