আগস্ট ৯, ২০২১
কলারোয়ায় আওয়ামী লীগের সাইন বোর্ড লাগিয়ে জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ
জাহাঙ্গীর হোসেন লিটন, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে অন্যের জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের এক নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান রাতের আধারে পৌর আ.লীগের ৬ নং ওয়ার্ডের কার্যালয় লেখা সাইন বোর্ডটি স্থাপন করেন বলে অভিযোগ। গত ৬ আগস্ট দিবাগত রাতে কলারোয়া সাতক্ষীরা প্রধান সড়কের পাশে উপজেলার গোপীনাথপুর মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের মৃত নাজিম উদ্দীন দফাদারের ছেলে আকিম উদ্দীন দফাদার জানান, গত ২০১২ সালে গোপিনাথপুর মৌজায় তিনি যশোর সাতক্ষীরা সড়কের পাশে ৪০ লাখ টাকা মূল্যে সাড়ে ২২ শতক জমি ক্রয় করেন। ওই জমির উপর তিনটি দোকান ছিলো। তিনি প্রতিমাসে ভাড়াটিয়ারদের নিকট থেকে নিয়মিত ভাড়াও গ্রহণ করতেন। এরই মধ্যে জমি ক্রয় করে তিনি দায় দেনা হয়ে পড়েন। দেনা পরিশোধ দেয়ার জন্য আয় রোজগারের জন্য তিনি সে সময় মালয়েশিয়ায় যান। কিছু দিন পর ২০১৩ সালে এলাকায় সহিংসতাসহ নাশকতা শুরু হলে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ভাড়াটিয়াদের হুমকি দিয়ে ২০১৪ সালের আগস্ট মাস থেকে ভাড়া আদায় করে নিজে আত্মসাত করতে থাকে। এসময় দোকানগুলো সরকারি খাস জামিতে বলে ভাড়াটিয়াদের হুমকি দেন। সেখানে নতুন করে দোকান ঘর তৈরি করতে গেলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বাঁধা দেয়। এর আগে ঝামেলা এড়াতে পৌর কমিশনার আলফাজের মাধ্যমে তাকে ১৮ হাজার টাকাও প্রদান করা হয়। নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী পাথরঘাটা গ্রামের লিটন হোসেন (২৬) জানায়, এসি ল্যান্ড চলে যাওয়ার পর কাজ শুরু করলে আ.লীগ নেতা আজিজুর ১৫/১৬ জন লোক নিয়ে এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। এসময় কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও কয়েক বস্তা সিমেন্টসহ ঘরের টিন নিয়ে যায় তারা। ভাড়াটিয়া চায়ের দোকানের মালিক শুভ, সাইকেল মিস্ত্রি মোহাসিন ও সেলুনের দোকান শ্যামল জানায় তাদের নিকট থেকে ১৪ সালের আগস্ট থেকে অদ্যবধি পর্যন্ত আ.লীগ নেতা মাসিক ভাড়া নিয়ে আসছেন। তিনি ওই ঘরগুলো খাস জমিতে বলে তাদের জানিয়েছিল। ৬ নং ওয়ার্ড সভাপতি আলফাজ হোসেন বলেন, মাপ জরিপ হওয়ার পর জানা গেছে, জমির প্রকৃত মালিকই নির্মাণ কাজ করছেন। তিনি আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে কারা ওই জমিটি দখল করতে চাইছে তা তিনি জানেন না বলে জানান। 8,606,466 total views, 14,345 views today |
|
|
|