ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আম্পান ক্ষতিগ্রস্ত ২শ’ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক। শনিবার (২৮ আগস্ট) দুপুরে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি ভবনের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারক আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক, খুলনার স্যার ইকবাল রোড শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল হাই বাবু, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরার শাখার ব্যবস্থাপক রাজিব আহম্মেদ, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানে ঘূর্নিঝড় আম্পান ক্ষতিগ্রস্ত আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ অসহায় ২শ’ ৫০ পরিবারের মুসর ডাল, সোয়াবিন তেল, লবণ ও পিয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
8,879,172 total views, 7,120 views today