আগস্ট ৩, ২০২১
অবৈধ নেট পাটায় জলাবদ্ধতা: অপসারণে অভিযান শুরু
সুমন কর্মকর (মাগুরা) তালা, প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে তালা উপজেলার সরকারি খালে নেট পাটা অপসারণ শুরু হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের বাগমারাখাল ও গোবরাখালী খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়। এলাকা বাসি ও মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, জানায়, উপজেলার বাগমারা খাল দিয়ে বালিয়াদাহ বিলের পানি, গোবরা খালী খাল দিয়ে পদ্ম বিলের পানি ও মাগুরা জেঠুয়া ও খেশরা ইউনিয়নের আংশিক বিলের পানি কপোতাক্ষ নদে পড়ে। সম্প্রতি এসব খালে অবৈধ নেট পাটা ও ঘন জাল খালের আড়া আড়ি দিয়ে মাছ ধরে আসছে। এতে করে খাল বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে অতি বরষনে পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত করছে ঘর বাড়িসহ ফসলের মাঠ। পানি সরে যেতে না পারায় গত দুই দিনে প্লাবিত হয়েছে উপজেলার বেশ কিছু নিন্মাঞ্চল। অন্যদিকে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা।তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান বলেন, উপজেলার বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ ধরা হচ্ছে। পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিল ও অসংখ্য মৎস্য ঘেরের পানি নিষ্কাশন না হওয়ায় চলতি আউশ আমন মৌসুমের ধানের চারা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। ধানের আবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নজরে আসায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবৈধ নেট-পাটা অপসারণ শুরু করা হয়েছে। গতকাল ৭০ টি অবৈধ নেট পাটা অপসারণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল খাল বিলের মধ্যে থাকা অবৈধ নেট পাটা অপসারণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, ভূমি অফিসে সহকারী অসীম চক্রবর্তী, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা ও পাটকেলঘাটা থানার পুলিশ সদস্যরা। 8,601,114 total views, 8,993 views today |
|
|
|