আগস্ট ৭, ২০২১
সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশে নিবন্ধনের টাকা দিচ্ছে বুড়িগোয়ালিনী ইউডিসি
জি এম মাছুম বিল্লাহ: গতকাল ৬ই (আগস্ট) শুক্রবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে করোনা টিকা নিবন্ধনের জন্য টাকা আদায়ের সংবাদটি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন। তার জের ধরে আজ ৭ই (শনিবার) সকাল ৯ টায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে নিবন্ধনের টাকা ফেরত নেয়ার জন্য আহŸান করেন বলে জানা যায়। এ বিষয়ে চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, জনসাধারণকে আহŸান করা হয়েছে। যেহেতু তারা গতকাল নিবন্ধন করেছেন আজ টিকা না পাওয়ায় আগামী টিকাদানের তারিখে তাদের টাকা ফেরত দেয়া হবে। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে। সবাইকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এসে প্রাপ্ত টাকা বুঝে নেয়ার জন্য বলা হয়েছে। ভুক্তভোগীরা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পত্রিকাটিতে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে অবৈধভাবে সাধারণ মানুষ থেকে যে টাকা আদায় করছিলেন সেটা বন্ধ হয়েছে। উল্লেখ্য, বুড়িগোয়ালিনী ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৮০০ টিকা কার্ড নিবন্ধন হয়েছে। সেখান থেকে বার হাজার টাকা নিয়েছে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা। সুধী মহলের দাবি নিবন্ধনের তালিকা অনুযায়ী প্রত্যেকের মোবাইল নাম্বারে টাকাটি ফেরত দিলে সবাই পাবে। তথ্য সেবা কেন্দ্র টি যাতে এহেন অপরাধ আর না করতে পারে সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে। প্রসঙ্গত; গত শানিবার প্রকাশিত সংবাদের বুড়িগোয়ালীনী ইউনিয়ন পরিষদের ছবির স্থলে অসাবধানতা বশত শ্যামনগর সদর ইউনিয়নের ছবি ছাপা হয়। যা বার্তা বিভাগের অনিচ্ছাকৃত ভুল। 8,634,800 total views, 14,350 views today |
|
|
|