আগস্ট ২৯, ২০২১
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্নদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ডা. কাজী আরিফ আহমেদ, এ্যাড. ফারুক হোসেন, ডা. খায়রুল বাশার, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ক্যাফেটেরিয়া ইজারা, সাইকেল সেট ইজারা, ইষ্টান হোস্টেল ও ডরমেরি ঘোষণা, কো অপট সদস্য নির্বাচনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 8,410,851 total views, 9,270 views today |
|
|
|