আগস্ট ১২, ২০২১
সাতক্ষীরায় সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান
নিজস্ব প্রতিনিধি : ‘শোক থেকে শক্তি , শোক থেকে জাগরণ’ এই স্লোগানকে সামনে রেখে শোকের মাস আগস্টে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে শোক দিবসের আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় শহরের পুরাতন আইনজীবী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন , ১৫ ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা শোকের মাস, কষ্টের মাস, এ মাসে বাংলাদেশ আওয়াামী লীগের উপরে নানা ভাবে আঘাত এসেছে স্বাধীনতা বিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করেছে এই মাসে। আজও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । সম্প্রতি মানবতা বিরোধী অপরাধীরা বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার দুই সংসদ সদস্যের মাথার দাম কোটি টাকা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে এবং ইতিমধ্যে আসামিরা ধরা ও পড়েছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলার মাটিতে মানবতা বিরোধীরা আজও সক্রিয় রয়েছে। এজন্য যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।’ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন , দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার ও খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে যুবলীগের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম ।
8,890,639 total views, 1,532 views today |
|
|
|