Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার উন্নয়নে এই জেলাকে এ ক্যাটাগরির জেলা করতে জোর প্রচেষ্টা চলছে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাব’ুর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সঞ্চালনায় সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার শহিদ পরিবার, ২১ আগস্টে শহিদ, শহিদ জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য শহিদের রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জমির অভাবে সাতক্ষীরা জেলার অনেক উন্নয়ন সম্ভাবনা পিছিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলা বি ক্যাটাগরি জেলা। সাতক্ষীরার উন্নয়নে এ জেলাকে এ ক্যাটাগরির জেলা করতে জোর প্রচেষ্টা চলছে। এছাড়াও সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার সর্বাত্বক প্রচেষ্টা চলছে। এ জেলার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।’ এসময় সভায় সদও উপজেলার বিভাগ ওয়ারী প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।

মাসিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন,বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান ও বল্লী ইউনিয়নের সচিব তানজীর কচিসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version