নিজস্ব প্রতিনিধি: নানাবিধ সামাজিক কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠানের পাশে থেকে ভলিন্টিয়ারি সার্ভিস দিয়ে যাচ্ছে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশন। মহামারী করোনা প্রকোপের শুরু থেকে তাদের কার্যক্রম চালু রেখেছে সংগঠনটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণকে ভ্যাক্সিন নিতে উদ্বুদ্ধ করা ও জনগণের কাছে ভ্যাক্সিন গ্রহণ সহজলভ্য করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নলতা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়। ওই কার্যক্রমে ইউপি চেয়ারম্যানের আহবানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে নবকিরণ।
ইউনিয়নের সেহারা সাইক্লোন শেল্টার, পাইকাড়া সাইক্লোন শেল্টার এবং ঘোনা সাইক্লোন শেল্টার; এই তিনটি কেন্দ্রে ১০ ও ১১ আগস্ট দুই দিন ব্যাপি প্রায় সহস্রাধিক ২৫-উর্ধ্ব বয়সী জনগণকে ভ্যাক্সিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়েছে এবং তালিকাভুক্ত করিয়েছে নবকিরণ এর একঝাক তরুণ।
ওই কার্যক্রমের সূচনালগ্নে সংগঠনটির সভাপতি আহছান কবির টুটুল তার শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু অংশগ্রহণমূলক ভাবে সরকার প্রদত্ত কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাক্সিন গ্রহণ করতে বলেন।
কার্যক্রমটির ক্রান্তিলগ্নে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী রাফিদ আহছান জানান, নলতা ইউনিয়ন এর তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামিতেও এধরণের কার্যক্রমে ‘‘নবকিরণ’’ সর্বদা সরকার ও সাধারণ মানুষের পাশে থেকে অংশগ্রহণ করবে বলে জানান তিনি।