কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার ৭ নং মুরারীকাটি ওয়ার্ডে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। পৌর আওয়ামী লীগের আয়োজনে মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা। যথাযোগ্য মর্যাদায় গতকাল সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম। পরে জাতীয় সংগীতের শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম ও কর্মময় জীবন নিয়ে আলোচন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন, হাফেজ নাইম হোসেন। গীতা পাঠ করেন, জয়ন্ত কুমার পাল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল। পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, পৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের, প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, সাবেক উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সংরক্ষিত মহীলা আসনের কাউন্সিলর দিথী খাতুন, যুবলীগ নেতা সঞ্জয় সহা, অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম ও মাটি মানুষের প্রতি ভালোবাসার জন্য একটি স্বাধীন লাল সবুজ পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুকে পরিকল্পিত ভাবে হত্যা করার মাধ্যমে হত্যাকারীরা স্বাধীন বাংলাদেশকে পুনরায় ধ্বংস করতে চেয়েছিল। স্বাধীনতায় স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের তৎপরতার কারণে দেশ আজ দেশ আজ উন্নয়নের শিখরে।
জোহর নামাজ বাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।