গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা মুন্সিগঞ্জ বাজার যেন ডাস্টবিন দেখার যেন কেউ নেই। রীতিমতো ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে বাজারটি। মুন্সিগঞ্জ বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে হাটুরী (কাঁচা মাল ব্যবসায়ী) বিভিন্ন উৎকৃষ্ট জিনিস ফেলে যায়। ব্যবসায়ীদের কাছ থেকে সপ্তাহে খাজনা আদায় করলেও কোন প্রকার বাজার পরিষ্কার পরিছন্ন করেন না বলে জানান কাঁচামাল বাজার ব্যবসায়ীরা।
হাটুরী ব্যবসায়ী আব্দুল মজিদ সরদার (৬০), ইউনুস আলী (৪৫), রফিকুল ইসলাম (৫৫) বলেন, শ্যামনগর, নওয়াবেকী, হরিনগর, মুনসুর সরদারের গ্যারেজ, কলবাড়ি ও গাবুরা বাজারে ইজারাদারি টাকা নেয় ২০-৩০ আর মুন্সিগঞ্জ বাজারে গুনতে হয় ৫০-৮০ টাকা, কিছু টাকা কম দিতে চাইলে খারাপ আচরণ করেন।
মুন্সিগঞ্জ ইজারাদার রুহুল আমিন বলেন, সপ্তাহে দুইবার বাজার পরিষ্কার করা হয় এরপরও ময়লা আবর্জনা থেকে যায়। অন্যান্য বাজারের তুলনায় ডাক বেশি সেজন্য ব্যবসায়ীর কাছ থেকে খাজনা একটু বেশি নিতে হচ্ছে। স্থানীয় মুন্সিগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, হাট বসে অবশিষ্ট ময়লা আবর্জনা ফেলে যায়।
সপ্তাহে ব্যবসা-বাণিজ্যদের কাছ থেকে খাজনা নিলেও পরিষ্কার করার কোন উদ্যোগ নেই। পঁচা দুর্গন্ধে তৈরি হচ্ছে এডিস মশা। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনায় ও বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, মসজিদের মুসল্লিসহ জনসাধারণের যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুন্সিগঞ্জ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ীরা।