কলারোয়া প্রতিনিধি: ছাদের ময়লা বাড়ির মধ্যে ফেলাকে কেন্দ্র করে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে এক মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ জুলাই) বিকাল আনু: ৩ টায় দিকে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করিয়া শরিফুলের ছেলেসহ ৭/৮ জন সোহরাব উদ্দিন ও অন্যান্যদের উপর অতর্কিত মারপিট শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বাদী হয়ে শরিফুলের ছেলে হাসিবুল ইসলামসহ ৭ জনকে আসামি করে সোমবার (০২ আগস্ট) কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন প্রতিবেশীরা বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনের বাড়ির মধ্যে ছাদের ময়লা ফেলে আসছিলো। ওই ময়লা ফেলা নিয়ে তাদের সাথে প্রতিবেশীদের বিরোধ দীর্ঘদিনের। তারই জেরে শনিবার (৩১ জুলাই) বিকাল আনু: ৩ টার দিকে শরিফুলের ছেলে হাসিবুল ইসলামসহ ৭/৮ জন অনধিকারভাবে বাড়িতে প্রবেশ করিয়া বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, তার স্ত্রী আকিদা বেগম ও শ্যালক নুরুজ্জামানের উপর ইট-পাটকেল ছুড়ে অতর্কিত হামলা করেন। ওই হালমা চলাকালীন সময়ে নুরুজ্জামান সামনে এগিয়ে আসলে আলফাজ সরদারের ছেলে তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে মাটিতে নুইয়ে পড়ে। তখন তার স্ত্রী কুলসুম বেগম বাঁচাতে আসলে হামলাকারী তাকেও (কুলসুম বেগম) হত্যার চেষ্টা করে। এছাড়াও ওই সময়ে হাসিবুল ও খালেদা বাঁশের লাঠি দিয়ে নুরুজ্জামানকে মারপিট করে তার সারা শরীর নীলা ফোলাও জখম করে।
বিষয়টি সম্পর্কে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, কাকডাঙ্গা গ্রামের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন একটি এজাহার দিয়েছে। ঘটনাটি সত্যতা যাচাই এর জন্য একজন সাব-ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/