আগস্ট ৮, ২০২১
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনাসভা ও দোয়া মাহফিল
গতকাল রবিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহŸায়ক শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে এবং সংস্কৃতি সম্পাদক শামীমা পারভীন রতœার উপস্থাপনায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম বলেন, বিশে^ যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেগম মুজিব ছিলেন, জাতির পিতার সর্বক্ষনিক ছায়ার মত। তিনি তার রাজনৈতিক জীবনের একজন উপদেষ্টা, প্রেরণা দানকারী, জীবন-যৌবনের অধিকাংশ সময় জাতির পিতা জেল খানায় আবদ্ধ ছিলেন। এই সময়ে তিনি শক্ত হাতে সংগঠন ও সংসার একাই সামলিয়েছেন। নেতা-কর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন। চ‚ড়ান্ত মুহুর্তে কোনদিন আপোষ করেননি। স্বামীর মৃত্যুর সাথে সাথেই ঘাতকদের কাছে নিজের জীবন ভিক্ষা না চেয়ে তার জীবন নিতে ঘাতকদের কাছে আহŸান জানান। এই মহীয়সী নারীর প্রতি জাতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। তার বিষয়ে আমরা এতদিন তেমন আলোচনাই করিনি। এখন সময় এসেছে তাকে সঠিকভাবে সম্মান জানানোর। আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, ডা:মুনসুর আহমেদ,শেখ হারুন উপর রশিদ, জে এম ফাত্তাহ, শিমুন শামস, শেখ আব্দুল কাদের, লায়লা পারভীন সেজুতি, শেখ এজাজ আহমেদ স্বপন, ডা: সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার ও কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা সুলতানা রুবি, ইসমত আরা বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,891,000 total views, 1,893 views today |
|
|
|