আগস্ট ৩০, ২০২১
ফকরাবাদে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনে ঘটতে পারে দুর্ঘটনা
এস,এম শরিফ আশাশুনি (বড়দল) প্রতিনিধি: ফকরাবাদে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনে যে কোন সময় ঘটতে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৪৮নং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট ও সীমানা প্রাচীরের উপর দিয়ে উক্ত বিদ্যুতের তার টেনে নেয়া হয়েছে। হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের নীচে স্কুল আশাশুনি টু পাইকগাছা প্রধান সড়ক। সরেজমিনে দেখা গেছে, এই সড়কের পাশে থাকা দুই তিনটি চটকা গাছের ডাল বিদ্যুতের তার ছুয়ে গেছে। কাচা ডাল তার স্পর্শ করায় গাছের ডাল শুকিয়ে বৈদ্যুতিক হাই ভোল্টের তারের উপর হেলে আছে। ঝড় বাতাসে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক বৈদ্যুতিক দুর্ঘটনা। এছাড়া বিদ্যুতের তারের আঘাতে গাছের ডাল ভেঙে পথচারীদের আহত হওয়ার আশংখা করছেন অনেকেই। প্রাইমারি স্কুল থেকে দুইশত ফুট দূরে রয়েছে ৩৩ কেভি পল্লী বৈদ্যুতের উপকেন্দ্র। স্কুলের শিক্ষক,কোমলমতি ছাত্রছাত্রী সহ প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে এই রাস্তা দিয়ে।
এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান, খুব দ্রæত হয়তো প্রাথমিক বিদ্যালয়টি পড়াশোনার জন্য সরকার খুলে দেবে। তার আগেই এই ঝুঁকিপূর্ণ মরা গাছের ডাল কর্তন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিশু শিক্ষার্থীদের নিয়ে আমরা আতঙ্কে আছি। 8,891,195 total views, 2,088 views today |
|
|
|