আগস্ট ২২, ২০২১
নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সম্পর্কে মানুষকে সজাগ ও সচেতন করতে হবে-এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ: উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভী এর সহায়তায়, উত্তরণ ও দলিত এর আয়োজনে ডঅঝঐ ঝউএ- ডঅও ইধহমষধফবংয ঝঁন ঢ়ৎড়মৎধসসব ওসঢ়ষবসবহঃধঃরড়হ চযধংব২ প্রকল্পের আওতায় উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে হবে। সামাজিক জীবন যাত্রার মান উন্নয়নে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে উত্তরণ এনজিও’র ওয়াস প্রকল্প প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ। এসময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। ত্রিমাসিক সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি, স্যানিটেশন, হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন। সমগ্র অনুষ্ঠান মাল্টি মিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন উত্তরণ এনজিও’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীন। উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভায় কমিটির নেতৃবৃন্দ ও উত্তোরণ এনজিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 8,890,808 total views, 1,701 views today |
|
|
|