আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: গাবুরায় এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক নারী,পুরুষ ও শিশু জঠিল কঠিন রোগী ফ্রি ব্যবস্থাপত্র, বøাড গ্রæপ টেস্ট,বøাড প্রেসার ও বøাড সুগার পরীক্ষার সুযোগ পেয়েছে।
গাবুরায় কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতী শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টা থেকে গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন ও হরিসখালী খেয়াঘাটে এ ক্যাম্প করেন। গাবুরা রক্তদান সংস্থার সেচ্ছাসেবকরা এ ক্যাম্প আয়োজন ব্যবস্থাপনা ও রোগীদের শারীরিক পরীক্ষায় সহযোগীতা করেন। ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন, হাড়,বাত,নার্ভ শিরার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাখদুম জাহান রানা (সহকারী মেডিকেল অফিসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা),শারিরীক পরীক্ষা প্রতিবেদনে ডিপ্লোমা ও মেডিকেল নার্স ববিতা পারভিন ব্রতী,গাবুরা রক্তদান সংস্থার প্রতিনিধি আশিকুর রহমান, রবিউল ইসলাম, গণগবেষক সেচ্ছাসেবক ও ব্রতীর স্টাফগণ।
১০২ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা নেন তার মধ্যে ফ্রি ঔষধ পান ৫৪ জন দুস্থ্য রোগী, বøাড টেস্ট করেন ৪১ জন, ডায়বেটিস পরীক্ষা করেন ২৯ জন।
আগামী ২২,২৪,২৬,২৮ ও ৩০ তারিখে ব্রতী নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কামউনিটি (নাবিক)” এর সহযোগীতায় ৩ বছর মেয়াদি প্রকল্পে এমবিবিএস ও গাইনী ডাক্তার দ্বারা আরো ৪টি ভাসমান মেডিকেল ক্যাম্প করবে গাবুরায়। প্রতি মাসে চলমান এ সকল স্বাস্থ্যসেবা ক্যাম্পে গাবুরার বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ও গাবুরা রক্তদান সংস্থা সার্বিক ব্যাবস্থাপনা করবেন।