নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দীন আহমেদ’র ৮ম মৃত্যবাষির্কী উপলক্ষে স্মরণসভা, মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক কামরুজ্জামান, মরহুম তমিজ উদ্দীনের ছেলে ফারুক আহমেদ উজ্জ্বল প্রমুখ।
সভা শেষে দোয়া -মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ কেন্দ্রীয় আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রমিজ উদ্দীন। এরআগে মরহুমের কবর জিয়ারাত করেন সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত: ২০১৪ সালের ১৫ আগস্ট স্ট্রোকজনিত কারণে তমিজ উদ্দিন আহমেদ অসুস্থ হয়ে পড়েন। ১৯ আগস্ট সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।