নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল গফ্ফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) জোহরের নামাজের পর মহৎপুর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে মহৎপুর সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ ওজিহার রহমান, সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মৃত গহর আলীর খানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার কিছুদিন যাবত জন্ডিস ও লিভার সংক্রান্ত রোগে ভুগতেছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।