আগস্ট ১৬, ২০২১
কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তন কমান্ড, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ১৫ আগস্ট সকাল সাড়ে ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি বিন¤্রম্র শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। সকাল ৯ টায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। সকাল সাড়ে ৯ টায় দেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়াঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে গাছের চারা রোপন করা হয়। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া ১৭ বিজিবি ব্যাটালিয়নের উকশা ক্যাম্প ও খানজিয়া ক্যাম্প বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 8,641,063 total views, 6,062 views today |
|
|
|