Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ’র প্রথম দিনে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মধ্যে দিয়ে শুরু হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ কালিগঞ্জ, সাতক্ষীরা’র উদ্যোগে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে ২৯ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।
৩০ আগস্ট উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে প্রাপ্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা।
৩১ আগস্ট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।
০১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মৎস্যচাষীদের মাছ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। এছাড়া অফিসার্স ক্লাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন।
০২ সেপ্টেম্বর সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ (মৎস্য খাদ্য, চুন, সার, খৈল ইত্যাদি)।
০৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী উজ্জ্বল অধিকারী, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মোদাচ্ছের হোসেন জান্টু, শোয়েব আহমেদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version