Site icon suprovatsatkhira.com

কলারোয়া সীমান্তে ১১ কেজি রুপাসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে ১১ কেজি রুপাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ নাহিদ (২৮)। সে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের গালাাম হোসেন গোপালের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ’ কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ আবু তাহের পাটোয়ারী জানান, তার নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা) ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারকালে ১২,২৮,৫০০/- টাকা মূল্যের ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গহনা এবং ৫,০০০/- টকা মূল্যের একটি বাইসাইকেল ও ১,৫০০/- টাকা মূল্যের একটি মোবাইল ফোনসহ মোঃ ইব্রাহিম হোসেন (৫৬), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-দক্ষিণ ভাদিয়ালী, ডাকঘর কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১২,৩৫,০০০/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত রৌপ্য সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version