Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ২৩ জনের মধ্যে ৩ ব্যক্তির করোনা পজিটিভ, শনাক্তের হার নিন্মমুখি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শতকরা শনাক্তের হার ১৩ ভাগ। কয়েকদিন আগে শনাক্তের হার ছিলো শতকরা ২২/২৩ ভাগ। সম্প্রতি শনাক্তের হার নিন্মমুখি হলেও আক্রান্তের তালিকায় নতুন, নতুন সংখ্যার যোগ করতেই হচ্ছে ! হাসপাতালে গত দুই দিনে (১৭/১৮ আগস্ট) ৪৪ জনের নমুনা পরীক্ষায় কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিলো। কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) নতুন করে আবারও ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের ওয়াজিহার(৭০), যুগিখালী ইউনিয়নের রাজনগর গ্রামের

আবুল হোসেন(৬০) ও পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের সালেহা খাতুন(৭০)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি,কলারোয়া হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ শনাক্তের হার নিন্মমুখি হওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হতে হলে, আমাদের সকলকে সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার
সাথে সাথে মাস্ক পরিধান ও সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্স ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। এ দিকে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version