আগস্ট ৫, ২০২১
কলারোয়ায় শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন
লাঙ্গলজাড়া (কলারোয়া) প্রতিনিধি: করোনার স্বাস্থ্যবিধি মেনে জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও জননেত্রী শেখ হাসিনা সরকার নির্দেশিত ৩ জন খেলোয়াড় যথা-( ১)উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব(২)ক্রীড়া সংগঠক (৩) অসচ্ছল ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠান শেষে ৩জন অসচ্ছল ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি বলেন, শেখ কামাল ছিলেন চিন্তা-চেতনায় অগ্রসর। তিনি ছিলেন দেশ-প্রেমিক ও নেতৃত্বের গুনাবলীর আরেক বঙ্গবন্ধু। তাই ষড়যন্ত্রকারীরা তাকেও বাঁচতে দেয়নি। শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ আরও অনেক দুর এগিয়ে যেত মন্তব্য করে তিনি শোকাবহ আগস্ট ও শেখ কামাল এর স্মৃতি চারণ করেন। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুর এর সভাপতিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল,কলারোয়া থানার ওসি মির খাইরুল কবির,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের /প্রশাসনের সকল কর্মকর্তা ও ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহ গণ্যমান্য ব্যক্তিগণ। 8,606,530 total views, 14,409 views today |
|
|
|