Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় চুরির অপবাদে গৃহবধূর চুল কোটে নেয়ার অভিযোগে থানায় মামলা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কলারোয়া থানায় নির্যাতিতা ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে গত সোমবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ইট চুরির অভিযোগে তার মাথার চুল কেটে দেয় তার প্রতিবেশীরা।

জানা গেছে, গত ৮ আগস্ট রাত ১০ টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী নারীকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। পরদিন ৯ আগস্ট রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পুত্রবধুসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে শ্লীতাহানি ঘটিয়ে ও মারপিট করে ও চুল কেঁটে ছেড়ে দেয়।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে ওই নারী ইট চুরি করেছে। এরপর তাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেঁটে দিয়েছে। পরে তারা আমাকে জানালে আমি থানায় অভিযোগ দিতে বলেছিলাম।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version