আগস্ট ১৩, ২০২১
আশাশুনিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় আশাশুনি বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র সহ-সভাপতি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানাগেছে, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি নীলকণ্ঠ সোম। সভায় প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন আ’লীগ সভাপতি নূর মোহাম্মদ সরদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক সহ-সভাপতি জি এম আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সক্রেটারী আব্দুল্লাহেল বাকী বাচ্চু, সুরঞ্জন ঢালী, ইউনুস আলি সানা, আবু সাইদ ঢালী, ফারুজুজ্জামান, কামরুজ্জামান কাজল, মইনুল ইসলাম বুলু, বনমালী দাশ, ফিরোজ খান মধু, শফিকুল ইসলাম, তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট সকাল ৭.১৫ টায় কালো ব্যাজ ধারণ, ৭.৩০ টায় জাতীয়, শোক ও দলীয় পতাকা অর্ধনমিত/উত্তোলন. ৭.৪৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৮ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, দুপুর ২ টায় এতিম অসহায় ও সাধারণ মানুষের মাঝে গণ ভোজ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। 8,889,234 total views, 127 views today |
|
|
|