Site icon suprovatsatkhira.com

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে আশাশুনিতে কৃষক লীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে আশাশুনিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষকলীগ। শনিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি।

সদস্য-সচিব মতিলাল সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদস্য জবেদ আলী, মধুসূদন রায়, হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম রবিউল ইসলাম সবুজ, বাদশা, তারিকুল ইসলাম, অভিজিৎ সানা, সালাউদ্দিন, কনক প্রসাদ প্রমুখ।

বক্তাগণ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে ২৮ জন নেতা কর্মীকে হত্যা ও সাড়ে চার শতাধিক কর্মীকে আহত করার প্রতিবাদে ষড়যন্ত্রকারী দোষীদের ফাঁসির দাবি জানান। আলোচনা সভায় হামলায় নিহত সকল নেতা-কর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। সবশেষে নেতাকর্মীদের স্মৃতি রক্ষার্থে বৃক্ষ রোপন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version