Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মাস ব্যাপী কর্মসূচি গ্রহণ

বুধবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জেলা ও সদরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে ও অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের বিশেষ আমন্ত্রণে এক জরুরি সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের স্মরণে শোক জ্ঞাপন করা হয়।

সভায় আগামী ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে দায়িত্ব পালন করবেন, জেলার সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। ৮ আগস্ট বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন,১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ১৭ আগস্ট দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার বিষয়ে আলোচনা সভা, একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং ২৮ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, মহিলালীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ, তাঁতীলীগ, মৎস্যজীবীলীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পৃথক পৃথকভাবে মাস ব্যাপী অনুষ্ঠান মালা পালন করবেন। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আইন সম্পাদক এ্যাড. ওসমান গণি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জি এম ফাত্তাহ, মহিলা সম্পাদক শিমুন শামস, সংস্কৃত সম্পাদক শামীমা পারভীন রতœা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ রাজ্যেশ^র দাস, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, মো: মোস্তাফিজুর রহমান নাসিম, মো: শামসুর রহমান, আলহাজ¦ ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, এ্যাড.সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস মাহফুজা সুলতানা রুবি, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক এম এ খালেক, ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুবলীগের জহরুল ইসলাম নান্টু, তাঁতীলীগের শেখ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগের মীর মোস্তাক আলী, যুব মহিলালীগের ফারহা দিবাখান সাথী, মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, কৃষকলীগের মুনজুর হোসেন, মৎস্যজীবী লীগের মো: জিল্লুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় মাস ব্যাপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান মালা সুন্দরভাবে পরিচালনার জন্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হককে আহŸায়ক ও সদস্য সচিব আলহাজ¦ মো: নজরুল ইসলামকে করে শহরে বসবাসরত উপস্থিত সকলকে সদস্য এবং অঙ্গ সহযোগী সংগঠনে সভাপতিদের সমন্বয়ে জাতীয় শোক দিবস পালন কমিটি গঠন করা হয় এবং একে ফজলুল হক, অধ্যাপক ডা: আফম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, আলহাজ¦ মো: নজরুল ইসলাম, এস এম জগলুল হায়দার এমপি ও জেলা কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ^র দাসের সমন্বয়ে অর্থ উপ-কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৮ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট পালন করার লক্ষে উপ-কমিটি গঠন করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version