Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। উপসর্গে মৃত দুই নারী হলেন, কলারোয়া উপজেলার চেড়াঘাট এলাকার রাবেয়া খাতুন (৪৭) ও একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তহমিনা খাতুন (৫০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬২৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। সামেক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান,করোনা রোগীদের জন্য ১৬ হাজার ৫৩ লিটার অক্সিজেন মজুদ রয়েছে সামেক হাসপোতালে। গত ২৪ ঘন্টায় অক্সিজেন সরবরাহ করা লেগেছে এক হাজার ৮০৬ লিটার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version