আগস্ট ৭, ২০২১
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, এছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৫৭২ জন ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৩ জন। মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৮০), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৫০), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮০) ও শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৫)। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ, ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা পাঁচজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। 8,475,736 total views, 464 views today |
|
|
|