আগস্ট ১৬, ২০২১
সাতক্ষীরায় উপসর্গে মৃত্যু ৬শ’ ছাড়িয়েছে,সংক্রমণ ছাড়িয়েছে ৬ হাজার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ৮ জন। এদিকে,একদিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুনেরও বেশি হয়েছে। মৃতরা হলেন, কালীগঞ্জের নলতার হাবিবুর রহমান (৬০),আশাশুনির রমেছা খাতুন (৬৫),কুশখালীর সাইদুল ইসলাম (৬০)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬শ’ ০৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৭ শতাংশ।
এদিকে ২৬ হাজার ০৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৩২৭ জন। বাড়িতে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৯০১ জন। সরকারি-বেসরকারি মিলে হাসপাতালে ভর্তি ১৮৮ জন। 8,880,061 total views, 8,009 views today |
|
|
|