আগস্ট ১০, ২০২১
শ্যামনগরে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসন শ্যামনগরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ,শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, সাংবাদিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 8,474,574 total views, 2,214 views today |
|
|
|