Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের কলবাড়ি গ্রামে পিটিয়ে ভোঁদড় হত্যা

হুদা মালী, গাবুবরা প্রতিনিধি: শ্যামনগরে পিটিয়ে একটি ভোঁদড় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকালে উপজেলার কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শীরা জানায়,  (২৫শে আগষ্ট) বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে মৃত কালিপদ বর্মনের ছেলে , রবীন্দ্রনাথ (ঠাকুর ) ও মৃত্যু শত্রুরঘনের ছেলে , ঝন্টু বর্মনের পুকুরে বন্যপ্রাণী ভোদড় নেমে মাছ ধরে খাচ্ছিল।

এসময় তারা দেখতে পেয়ে প্রথমে গেলে জাল দিয়ে ভোদড়টিকে আটক করে। এসময় ভোদড়টি জাল ভেদ করে প্রাণ রক্ষার চেস্টা করলে তাকে পিটিয়ে হত্যা করে তারা। ঘটনা জানতে পেরে স্থানীয়রা ছুটে এসে ভোদড়টি মারতে নিষেধ করলেও তারা না শুনে ক্ষুদ্ধ হয়ে বন্য প্রাণীটিকে হত্যা করে। সিপিপির স্বেচ্ছাসেবক নুর আলম (মশাল) বলেন আমরা প্রাণীটিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা নিষেধে কর্ণপাত করেনি।

বুড়িগোয়ালিনী চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, অবমুক্ত ভোঁদর দুটি লোকালয়ে প্রবেশ করে কলবাড়ী একটি পুকুরে থাকাই ভোঁদরকে জাল দিয়ে আটক করে পিটিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমি জানিনা কিন্তু এটা যেই করুক না কেন হত্যা করা বন আইনে অপরাধ আমাদের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধ করছে।

উল্লেখ্য, ৩৩ বিজিবি সাতক্ষীরার সদস্যরা সম্প্রতি ভোদড়সহ কয়েকটি বন্য প্রাণী উদ্ধার করে। পরে তারা বন বিভাগের কাছে হস্তান্তর করে বনে প্রাণীগুলো ছেড়ে দেয়ার জন্য। রবিবার দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ান থাকে উক্ত বন্যপ্রাণী বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের কাছে সুন্দরবনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়। বন্যপ্রাণীর মধ্যে ছিল ২ টা ভোঁদড়, ১ ঈগল ও ৬টা খরগোশ। বুড়িগোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও মুন্সীগঞ্জ টহল ফাঁড়ীর ওসি জিয়াউর রহমানের উপস্থিতিতে মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়।
এবিষয়ে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীর ইনচার্জ জিয়াউর রহমান জানান, আমি ট্রেনিংয়ে আছি। খোজ নিয়ে দেখেছি।ঘটনা সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version