আগস্ট ২২, ২০২১
শেখ আমানুল্লাহর মৃত্যু বার্ষিকী উদযাপনে আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি: বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা প্রয়াত শেখ আমানুল্লাহ ৮তম মৃত্যবাষির্কী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। সভায়, আগামী ৩১ আগস্ট শিক্ষক নেতা শেখ আমানুল্লাহর ৮তম মৃত্যুবার্ষিকীতে সকাল ১০ টায় ঝাঁপাঘাট গ্রামের পারিবারিক কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ্এ্যাড: শেখ কামাল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কপাই নির্বাহী সদস্য প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরু, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক সামছুর রহমান লাল্টু, আব্দুল জলিলসহ সুধীবৃন্দ। 8,451,096 total views, 12,359 views today |
|
|
|