Site icon suprovatsatkhira.com

লাঙ্গলঝাড়ায় মুদি দোকানির বিরুদ্ধে বয়স্ক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগ

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড রুদ্রপুরে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে এক মুদি দোকানি আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। রুদ্রপুরের ইউসুপের ছেলে লাল্টু গত জুলাই মাসে ১৮ তারিখে উক্ত গ্রামের ফুলজাহান বিবির বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে দেওয়ার নাম করে ৬ হাজার টাকা আত্মসাত করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফুলজাহানর বিবি। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, মোবাইল নিয়ে শুধু লাল্টুর কাছেই গিয়েছিলাম টাকা উঠানোর জন্য। লাল্টু তার পরিচিত নগদ এজেন্টের মাধ্যমে আমার ৬ হাজার টাকা তুলে আত্মসাত করেছে। এখন এই ৬ হাজার টাকার দায় ভার লাল্টু কিংবা ওই বিকাশ এজেন্ট কেউই নিতে চাচ্ছে না।
ভুক্তভোগী ফুল-জাহানের স্বামী আফছার সরদার বলেন, আমি লাল্টু কাছে মোবাইল ফোন নিয়ে গেলে ও বলে চাচা এখন তোমার টাকা আসে নাই।আমি পরবর্তীতে আবার ওর দোকানে গেলে বলে চাচা তোমার ফোনে ১৫০০ টাকা আছে। তুমি চাও তো এই ১৫০০ টাকা তুলে নিয়ে যাও। তোমার ফোনে টাকা আসবে ৩০০০ তবে এখন ১৫০০ টাকা আসছে পরে আর ১৫০০ টাকা আসবে। আমি এটা শুনে বলি টাকা আসার কথা ৬০০০ তা ১৫০০ কেনো আসবে। আমি ১৫০০ টাকা উঠাবো না।

এটা বললে লাল্টু বলে পরে তাহলে আর ১৫০০ আসলে তাই এসেনি। আমি পরবর্তীতে টাকা তুলতে গেলে ও আমাকে বলে চাচা তোমার মোবাইলে টাকা নাই। তবে আমি আমার এই মোবাইল আমি লাল্টুর কাছে ছাড়া আর কারোর কাছে দেই নাই বা জাই নাই। আমাদের টাকা ওই লাল্টুই নিয়েছে। আমি এর বিচার চাই। এবিষয়ে লাল্টু বলেন, ফুলজাহানের টাকা ওনারা অন্য জায়গা থেকে টাকা তুলে নিয়ে এখন আমার দোস দিচ্ছে আমি ওদের টাকা তুলিনি।

তবে ওদের টাকা ওটানো হয়েছে ১৮ জুলাই আর ওনারা আমার কাছে টাকা তুলতে আছে ২০ জুলাই। ২০ জুলাইয়ের আগে আমার কাছে আসেনি। বিকাশ/নগদ এজেন্ট শফিউল্লা বলেন, লাল্টু দীর্ঘ দিন ধরে আমার সাথে লেনদেন করে আসছে। উপজেলা সমাজ সেবা অফিসারের কাছে উক্ত বিষয়ে যানতে চাইলে তিনি বলেন, ওই লাল্টুর নামে আমার কাছে অভিযোগ আছে। স্থানীয় ভাবে দেখেন আগে বিচার সালিশ করে টাকা দেয় কি না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version