আগস্ট ১৪, ২০২১
ব্রাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে স্বাস্থ্য শুরক্ষা বিতরণ
করোনা ভাইরাস কোভিড-১৯) এর সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা ব্রাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরা শহরের পিএন স্কুল এন্ড কলেজের সামনে হ্যান্ড ওয়াশ স্টেশনে শনিবার বেলা ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে সাবান ও মাক্স বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ হাফিজুর রহমান, ব্রাক ওয়াশ কর্মসূচির এরিয়া সুপারভাইজার মো: দেলোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, কর্মর্সচি সংগঠক মো: হাফিজুর রহমান ও বিউটি মন্ডল। একই সাথে সাতক্ষীরা শহরের লকলেজের সামনে, পুরাতন সাতক্ষীরায় ও ওমর ফারুক জামে মসজিদের সামনে এবং সুলতানপুর সাহা পাড়ায় জামে মসজিদের সামনে এই স্বাস্থ্য শুরক্ষা সামগ্রী সাবান ও সার্জিক্যাল মাক্স বিতরণ করা হয়। এছাড়া আগামীতে অন্যান্য এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য শুরক্ষা বিতরণ অব্যহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।
8,224,830 total views, 4,822 views today |
|
|
|